জীবন ও জীবিকা

follow-upnews
0 0

বাংলাবাজারের ঐ পথ দিয়ে যেতে যেতে রোজ ওনাকে দেখি। ভাবলাম, আজকে ওনার সথে কথা বলি। ওনার নাম হাসেম শেখ। বাড়ি বিক্রমপুরে। ছিচল্লিশ বছর ধরে এই জায়গাটিতে তিনি কলা বিক্রী করেন! জানি না ওনার মত দেশে ঠিক কত মানুষ আছে যারা রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছেন আমৃত্যু নিভৃতে কোনো প্রতিদান ছাড়া …

Next Post

আর কোনো আদর্শ নয় - সহস্রাব্দ

১   হরিণেরা বেঁচে আছে এই সমাজে হায়েনাদের মুখ হতে ছিটকে পড়া মাংসের টুকরো ভক্ষণ করে, যেটি আসলে হরিণেরই মাংস।   ২   আমাদের হত্যা করার জন্য ওরা যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তারাও শোষীত-পীড়িত, প্রতিবাদকারী। পার্থক্য শুধু, ওদের শত্রু ওরা চেনো না। ওরা জানে না, একই পথে আমরা প্রথাগত […]
আদর্শবাদ