আমিতো এসেছি ইতিহাসের অঙ্গিকারে -শেখ বাতেন

follow-upnews
0 0

খুব অল্প বয়সে জনযুদ্ধের নেতৃত্ব দিয়েছি, মুক্তিযোদ্ধা। রাষ্ট্র কিংবা কারো কাছ কিছু চাইনি, নিইনি। তবে এমন একদিনও ছিলো না এ দেশের গড়মানুষের জীবন নিয়া চিন্তিত ও সক্রিয় ছিলাম না। গত কয়েকদিন ধরে আমাকে কারা জানো ফলো করছে। ভাবছি, অামি অন্তর্ধান হলে কার কতেটা সুবিধা হতে পারে। – ড. শেখ বাতেন

আমিতো এসেছি ইতিহাসের অঙ্গিকারে
বহু দৃর থেকে –
বাঁকে বাঁকে অসংখ্য মৃত্যুরে ডিঙ্গায়ে নির্ভয়ে
তোমাদেরই ডাকে,
তবে কে আজ অনুগামী পায় পায়
কে আমার প্রাণ নিতে চায়?
এই বুঝি মারনাস্ত্র ধরে পেছন থেকে
হতে পারে কেউ নয় কিছু নয়-
তবু এই যদি বোধ হয়, এই যদি দেশ হয়
আজন্ম ভালোবাসার এই বুঝি বিনিময়?

আমি তো শত্রু নই, আমি একাত্মও নই
তোমাদের বিষাক্ত সাদাকালোতে আমি তো
বিভক্ত নই
আমি সমগ্র নদীর সাথে প্রবাহিত
অামি অখন্ড সবুজে মিশে থাকি
আকাশের শরীর থেকে উপমা লিখি
যদিও কবি নই
প্রেমিকার মুখে অসংখ্য নারী-পুরুষের
ভালোবাসা আঁকি, নারীও জানে না
তোমাদের জানবার কথা
কতোটা নিরীহ জীবন তবু স্বপ্নের লাগি
সশস্ত্র হয়ে থাকি
আজ যদি বিপন্ন সমগ্র এ জনপদ
কিছুতেই নিরাপত্তা গানম্যান নেবো না আমি।

অভিমানে আচমকা আক্রমণে যেতে হলে
অকাল প্রয়াণে  চলে যাবো
এতোদিন এতো ক্ষতি সয়ে
এতোদিন এতো ক্ষত লয়ে
ক্ষুধায় দারিদ্রে সংঘাতে সংগ্রামে
আগলে রাখা এই আমার অপমৃত্যু হলে
তুমি আজন্ম অরক্ষিত হবে
তুমি অন্ধকারে বিপযস্থ হবে
গুটাও অভিশপ্ত কুঠার-
এ জখম নিজের পায়ে।

শেখ বাতেন

Next Post

দিব্যেন্দু দ্বীপের লেখা বইগুলো পাবেন বইমেলায় গ্রন্থকুটির প্রকাশনীর স্টলে (১৩৯-১৪০)