শুধু আমাকে না, আমাদের সবার জন্য করে দিতে হবে একই কাজ। পারবেন? – দীপ্রা নাথ

follow-upnews
0 0

কোনো নেতার কাছে সুপারিশ করব না, তেল দিবো না। কেরানীদের এবং তাদের মাধ্যমে অফিসারদের একটা টাকাও দিব না আমি, হোক তা ট্রেনিং বা পোস্ট পাওয়ার জন্য, অনিরাপদ জায়গায় পোস্টিং আটকানোর জন্য, শিক্ষা ছুটি নেওয়ার জন্য বা অন্য যেকোনো সুবিধা নেওয়ার জন্য।

আর কেউ এগুলো আমার জন্য নিজ থেকে করে দিতে চাইলে বলব, মাফ করেন।

শুধু আমাকে না, আমাদের সবার জন্য করে দিতে হবে একই কাজ। পারবেন?

না পারলে থাক।

আগে যেমন সমাজের বেশ কিছু বাজে নিয়ম বয়কট করেছি, এই নিয়মগুলোও বয়কট করব।

হতে পারি আমি একা, তবু চিৎকার করে বলব, এই নিয়মগুলো জঘন্য, বাতিল করেন সমাজের সব বাজে, ক্ষতিকর যত নিয়ম।

যদি বলেন, এইসব নিয়ম না মানলে চাকরিতে থাকতে পারব না, তাহলে চাকরি বয়কট করব। যদি বলেন, দেশে থাকতে পারব না, তাহলে দেশকেও বয়কট করব, যদি বলেন ধুর মেয়ে, এত দেমাগ দেখালে পৃথিবীতেই থাকতে দেওয়া হবে না তোমাকে, তাহলে আমি পৃথিবীও বয়কট করব।

আমার একটা এলিয়েন বন্ধু আছে, মানুষের চেয়ে হাজারগুণ ভালো। তাকে বলব, আমাকে এখান থেকে নিয়ে যেতে। আপনাদের এই জঘন্য নিয়মে চলা পৃথিবীতে থাকতে বয়েই গেছে আমার!

দীপ্রা নাথ

Next Post

“পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ হলে দেশ পাকিস্তানের মত ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে” -নাগরিক কমিশন

গত ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সপ্তম জাতীয় সম্মেলনে সাম্প্রতিক শিক্ষাক্রমে সাম্প্রদায়িকীকরণ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি জানানো হয়। সরকার এ নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করায় গত ১১ ফেব্রুয়ারি নির্মূল কমিটির সভায় বিচারপতি গোলাম রব্বানীকে সভাপতি করে এই কমিশন গঠন করা হয়। কমিটির […]