সে কাল এক গাল হাসি দিয়ে আমাকে আত্মহত্যা প্রতিরোধ দিবসের শুভেচ্ছা দিল

follow-upnews
0 0

দুই বছর পার হয়ে গেছে। মোরগ লড়াইয়ে মেয়েটা জীবনকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। যদিও মাঝেমধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, ভাগ্যের ল্যাং খেয়ে পড়ে যায় এখনো। কিন্তু কিছু সময়ের মধ্যে সে ঠিকই নিয়ন্ত্রন নিয়ে নেয়। আত্মহত্যার কথা তো ভাবেই না। কৌশল খাটিয়ে যুদ্ধটা খুব উপভোগ করে ও এখন।

dipra-nath

মেয়েটা বলল তার বাঁচতে ইচ্ছা করে না। ছোটো বেলায় জীবনটাকে তার রুপকথার গল্প মনে হত। বড় হয়ে দেখে জীবনে শুধু ট্রাজেডি! কোথায় সোনার রাজপ্রাসাদ, আর কোথায় পঙ্ক্ষীরাজে চড়া সেই রোমান্টিক রাজপুত্র!

মানুষের না আছে নিজের জন্মের উপর নিয়ন্ত্রন, না ভাগ্যের উপর। অসহায় মানুষ শুধু মৃত্যুটাকে এগিয়ে এনে ভাগ্যকে কাঁচকলা দেখাতে পারে। তাই তার কথা হল, আত্মহত্যার অধিকার সবার থাকা উচিত।

আমি তার সাথে তখন যুক্তিতে পারবো না বুঝতে পেরে বললাম, আমি তোমাকে সাহায্য করব আত্মহত্যা করতে। কিন্তু দুই বছর পরে। তার আগে এই দুই বছর তুমি জীবনের সাথে মোরগ লড়াই খেল। প্ল্যান করে, সব নিয়ে আটঘাট বেঁধে নেমে পড়। আমাকে মাসে দুইবার করে আপডেট দিতে হবে। প্ল্যান অনুযায়ী কতদূর এগোতে পারলে তা জানাতে হবে। দুই বছরে কিছু না করতে পারলে তোমার কথাই রাখব।

দুই বছর পার হয়ে গেছে। মোরগ লড়াইয়ে মেয়েটা জীবনকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। যদিও মাঝেমধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, ভাগ্যের ল্যাং খেয়ে পড়ে যায় এখনো। কিন্তু কিছু সময়ের মধ্যে সে ঠিকই নিয়ন্ত্রন নিয়ে নেয়। আত্মহত্যার কথা তো ভাবেই না। কৌশল খাটিয়ে যুদ্ধটা খুব উপভোগ করে ও এখন।

সে কাল এক গাল হাসি দিয়ে আমাকে আত্মহত্যা প্রতিরোধ দিবসের শুভেচ্ছা দিল।

দিপ্রা নাথ

সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর, রাজশাহী।

Next Post

“ফলোআপ নিউজ আসলে কাদের লেখা ছাপতে চায়?”

শিরোণামের প্রশ্নটি মেইল পাঠিয়ে জানতে চেয়েছেন একজন পাঠক। পাঠকের জানার অধিকার রয়েছে। তবে উত্তরটি সবার জন্য দিচ্ছি, এজন্য মেইলের প্রশ্নের উত্তর পত্রিকায় দেওয়া। পৃথিবীতে ভালো লেখকের অভাব রয়েছে, তবে ভালো মানুষের অভাব রয়েছে আরো বেশি, অভাব রয়েছে ভালো কাজের। সে বিবেচনায় ফলোআপ নিউজ শুধু লেখা বিবেচনায নেয় না, কারণ, লেখাটি […]