ভালবাসার আভাস -নিঝুম জ্যোতি

follow-upnews
0 0

images

প্রিয়তম

তুমি শুধু ডাক
তোমার দল নিয়ে সাথে!
আমি কি উসাইন বোল্ট
যে ওদের সাথে
পাল্লা দেব দিনে-রাতে?
নাকি কি নেকড়ে যে
একসাথে ঘাড় মটকাব?
পিঁপড়াও তো নই যে
শীতের খাবার দলবেঁধে জুটাব।
তুমি না হয়, তাই বলে
আমি কি ঝিঁঝিপোকা,
ঘাসফড়িং, নাকি হাঙ্গর?
জেনো রাখো আমায়,
জানো কি বানর মোরগ
গিরগিটি হায়েনা তিমিদের
প্রেম কেমন হয়?
দল বাধো ঠিকই, তবে দলে
কোনো ব্রক্ষ্মপুত্র রেখো না যেন।



ভালবাসার আভাস

আর কিছুই করবে না সে জানি,
তবু তার সাথে হররোজ
আমার কিছু অহেতুক কানাকানি।
পথে পথে স্বর্গের খোঁজ পেয়েছে!
তাই কি সে ফেলে আসে?
বারো রকমের ফল মেলে
হেথায় সেথায় বারোমাসে,
তাই কি সে ফেলে আসে?
কখনোই আসবে না জানি
তবু মাঝে মাঝে আনমনে
কিছু গল্প বলি, আমিও শুনি।

line

Next Post

“মানুষের বিবর্তন” গ্রন্থ থেকে চতুর্থ কিস্তি

“মানুষের বিবর্তন” একটি স্বতন্ত্র ধাচের বই। এতে জীবনের পঁচিশটি সমস্যা উপস্থাপিত হয়েছে বিশেষ প্রশ্নোত্তর সন্নিবেশে। প্রতিটি সমস্যা উত্থাপিত হয়েছে পাঁচটি প্যারার সমন্বয়ে, এভাবে একশো পঁচিশটি প্যারায় বইটি শেষ হয়েছে। এবারের পর্ব যৌনতা এবং নারী-পুরুষের সম্পর্ক বিষয়ে। ১ নারী পুরুষের সম্পর্ক তুমি কীভাবে দেখ? অত্যন্ত সাবলীল, সহজ এবং সুন্দর হওয়া প্রয়োজন। […]