ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়

follow-upnews
0 0

ঈশ্বর জানে কত মহেশ্বর
সৃষ্টি করতে হয় স্রষ্টা হতে গিয়ে।
সত্য হয়ে ভালোবাসা হারায়,
ঈশ্বর ঠিক মেনে নেয়
হাসিমুখে সৃষ্টিতে পরাজয়।
খোঁজে সে মানুষে আশ্রয়।
শুধু পূজারি জানে না–
দেবতারাও আজ প্রার্থনারত,
প্রাণ-প্রকৃতিতে নিমগ্ন হয়ে ওরা চায়
ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়।

Next Post

চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না

চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না। সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো ॥ অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল। জরাভারাতুরে নবীন করো ওহো সুধাসাগর ॥