নাস্তিক ও তো ধার্মিক এক

follow-upnews
0 0

একই (অ)মানুষ এদেশে মোল্লা
ওদেশে পুরোহিত।
একই (অ)মানুষ এদেশে মুসলসান
ওদেশে হিন্দু।
যুদ্ধটা দেশে দেশে তাই ধর্মের বেশে।
নাস্তিক ও তো ধার্মিক এক,
অন্ধকে বলে, এর চেয়ে মাথা উঠিয়ে
পশ্চিমে অস্তগামী আবীর সূর্যটা দেখ!

Next Post

যে পথে আমি যাইনি // রবার্ট ফ্রস্ট

যে পথে আমি যাইনি হলুদ বনের মধ্য দিয়ে দু’টি রাস্তা দু’দিকে চলে গিয়েছে,         একজন পথিক হিসেবে, হায়! দু’দিকে আমি যে যেতে পারি না। দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, এক দৃষ্টিতে একটি রাস্তার শেষপ্রান্ত পর্যন্ত তাকিয়েছিলাম         দূরে যেখানে সেটি লতা-গুল্ম চরে আরো এগিয়ে গিয়েছে বেঁকে; এরপর অন্য রাস্তাটি নিয়ে ভেবেছি […]