নম নম নম বাংলাদেশ মম । কাজী নজরুল ইসলাম

follow-upnews
0 0

নম নম নম বাংলাদেশ মম ,
চির মনোরম চির মধুর ,
বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধির বাজে নূপুর
নম নম নম বাংলাদেশ মম ,
চির মনোরম চির মধুর ।
শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী ,
আশীষ মেঘ বারি সদা তার পড়ে ঝরি ,
যেন উমার চেয়ে , আদরিনী মেয়ে ,
ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর ।
নম নম নম বাংলাদেশ মম , চির মনোরম চির মধুর ।


Next Post

পাগলী - অলভ্য ঘোষ

বুকে দুধ ভর্তি স্তন দুটো ছেঁড়া ব্লাউজের ফাঁক ফুঁড়ে যেন বের হয়ে আসতে চাইছে। ফুটপাতের কোনায় কাটা মুরগির মতো লাল টুকটুকে নাড়ি ভুড়ি জড়ানো রক্ত স্রাব ভেসে যাওয়া ধুলায় ধুকপুক করছে মানবের ভ্রুণ। পথ চলতি লোকেরা যেন ভিড় করে সিনেমা দেখছে। দুই হাতের উপর ভর দিয়ে উঠে বসার চেষ্টা করেও […]
পাগলী, অলভ্য ঘোষ