“The Science of Getting Rich”

follow-upnews
0 0

নারীর আহ্বান আমি প্রত্যাখ্যান করেছি
বহুবার, অহেতুক অজুহাতে।
ওরা কেউ ভেবেছে সে খুব সুন্দর নয় বলে,
কেউ ভেবেছে হয়ত সে গুণবতী নয় বলে,
কেউ ভেবেছে আমি অহংকারী,
কেউ ভেবেছে “বোঝে না কিচ্ছু”।
কেউ ভেবেছে ঋজু, শুদ্ধ চৈতন্য।
আমি জানতাম
মানুষ এক্ষেত্রে দুই প্রকার হয় মাত্র-
দরিদ্র আর সম্পদশালী।
আমি দরিদ্র, কপর্দক শূন্য ছিলাম বলে
পরিবর্তে একাকী ঘরে বসে পড়তেছিলাম
“The Science of Getting Rich”


Nijhum Joety

Next Post

প্রধানমন্ত্রী বলেন, ‘শূকরের মাংস, মদ ও গাঁজা খেয়ে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন, তারা পারভারটেড।’

হেফাজতে ইসলাম ও সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য ইস্যুতে সরকার তথা নিজের অবস্থান পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেফাজত প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। হেফাজত কিংবা অন্য যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আদর্শে ভিন্নতা ও মতবিরোধ থাকলেও সুষ্ঠু পরিবেশ বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী (দেশের অভিভাবক) হিসেবে যা ভালো […]
মাননীয় প্রধানমন্ত্রী