ক্ষুধা // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

মৃতদেহ সৎকার চলছে। কিছু দূরে দাঁড়িয়ে এক ‘পাগল’ আপন মনে কিছু বলে চলেছে। সৎকার শেষে কাঠুরেদের জন্য মুড়ি বাতাসার ব্যবস্থা করা হয়েছে। পাগল দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুড়ি-বাতাসার দিকে। কাঠুরেরা যে যার খাচ্ছে। পাগল দৌঁড়ে এসে এক মুট বাতাসা তুলে নিয়ে ছড়িয়ে দেয় ভেজা শশ্মানের উপর। গড় হয়ে প্রণাম করে দু’খানা বাতাসা মুখে পুরে ‘হরিবল হরিবল’ করতে করতে হেঁটে যায়।


[দিব্যেন্দু দ্বীপ-এর গল্পগ্রন্থ ‘সীমালঙ্ঘন’ থেকে সংগৃহীত]

Next Post

চলে গেলেন কবি রফিক আজাদ

রায় দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন তিনি। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী এই কবির বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত […]