Headlines

অগ্রণী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ভুয়া ঋণ
ভুয়া ঋণ
অগ্রণী ব্যাংক কর্মকর্তা

রোববার বিকালে নগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়ার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ ফাইয়াজ আলম জানান।

গ্রেপ্তার রফিকুল ইসলাম অগ্রণী ব্যাংকের বাজুবাঘা শাখার ব্যবস্থাপক ছিলেন। এক বছর আগে অবসরে যান তিনি।

ফাইয়াজ আলম বলেন, বাজুবাঘা শাখায় দায়িত্ব পালনের সময় প্রায় ১৫-২০টি ভুয়া প্রতিষ্ঠানের নামে এক কোটি ১৩ লাখ টাকা ঋণ ইস্যু করেন রফিকুল ইসলাম। এরপর তিনি অবসরে চলে যান।

“পরে এই ঋণের টাকা আদায় না হলে ব্যাংক কর্তৃপক্ষ নিরীক্ষক দল পাঠালে তারা ওই সব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি।”

এ ঘটনায় গত ২০ জুলাই বাজুবাঘা শাখার ব্যবস্থাপক ইসহাক আলী বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে চারটি মামলা করেন। থানা থেকে মামলাগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও দুদকের এ কর্মকর্তা জানান।

সংবাদ: বিডিনিউজ