পরিচালনা পর্ষদ

চেয়ারম্যানঃ শাহিদা সুলতানা, কবি

প্রধান নির্বাহী পরিচালকঃ সুব্রত কুমার মুখার্জী, সমাজকর্মী

পরিচালকঃ দিব্যেন্দু দ্বীপ, সম্পাদক এবং প্রকাশক

পরিচালকঃ মোহাম্মদ কামরুল হাসান, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী

পরিচালকঃ ড. মধুসূদন রায়, সায়েন্টিস্ট

পরিচালকঃ মৃত্যুঞ্জয় জোদ্দার, ব্যাংকার

পরিচালকঃ সুমন কুমার শীল, ব্যাংকার

পরিচালকঃ সুব্রত কুমার মুখার্জি, পরিচালক, শামসুদ্দিন নাহার ট্রাস্ট

পরিচালকঃ তাসলিমা জাহান, ব্যাংকার

পরিচালকঃ উৎপল সরকার সাগর, সমাজকর্মী

পরিচালকঃ আ. জুবাইর হিরা, পর্যটন কর্মী

পরিচালকঃ লিটন কুমার দাস, ব্যাংকার

পরিচালকঃ অরিজিৎ ভৌমিক, আইটি এক্সপার্ট

পরিচালকঃ সজল কুমার বিশ্বাস, এনজিওকর্মী

পরিচালকঃ রকিবুল আলম সজীব, ব্যবসায়ী ও সমাজকর্মী

পরিচালকঃ রিপন কুমার ঘোষ, ব্যবসায়ী ও সমাজকর্মী

পরিচালকঃ শেখ মোঃ রফিকুল ইসলাম (রিপন), ব্যবসায়ী ও সমাজকর্মী

ফলোআপ নিউজের পরিচালনা পর্ষদ ২১ সদস্য বিশিষ্ট। পত্রিকার পরিচালনা পর্ষদের সভা একটি নীতিগত সিদ্ধান্ত প্রণয়নের জন্য পরিচালিত হবে। পরিচালনা পর্ষদ নীতিগত পরামর্শক হিসেবে কাজ করবে। পরিচালনা পর্ষদ থেকে প্রধান নির্বাহী পরিচালক ব্যতীত যেকোনো একজন সদস্য পত্রিকার নির্বাহী কমিটির সভাগুলোতে উপস্থিত থাকবে। তবে পরিচালকদের মধ্য থেকে কারো পত্রিকার মালিকানায় বিনিয়োগ থাকলে মালিকানাসত্ত্বে সে নির্বাহী কমিটির সভাগুলোতে অংশগ্রহণ করবে। পত্রিকার নির্বাহী পর্ষদ সম্পাদক এবং প্রকাশকের অধীনে সম্পাদক মণ্ডলীদের নিয়ে পরিচালিত একটি পর্ষদ। বিনিয়োগকারী হিসেবে কার্যনির্বাহী সভায় কারো অংশগ্রহণ থাকলেও পত্রিকার সম্পাদকীয় নীতিমালার পরিপন্থী কোনো দাবী তিনি উত্থাপন করলে তা বিবেচিত হবে না। যেহেতু পত্রিকাটি লাভজনক কোনো প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে না, তাই টাকার অংকে এখান থেকে কারো কোনো লভ্যাংশ পাওয়ার সুযোগ নেই।