Headlines

কোস্টারিকা সম্পর্কে যে তথ্যগুলো জেনে আপনি অবাক হবেন

কোস্টারিকা

গণপ্রজাতন্ত্রী কোস্টারিকা, অর্থাৎ কোস্টারিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সমগ্র বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এমন একটি রাষ্ট্র কোস্টারিকা যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। তবে একটি চুক্তির আলোকে কোনো দেশ কোস্টারিকাকে আক্রমণ করলে তারা একুশটি দেশের ওপর নির্ভর করতে পারবে। ফুটবল বিশ্বের একটি পরিচিত নাম কোস্টারিকা।

১৮৪৭ সালে সার্বভৌমত্ব পায় দেশটি। কোস্টারিকার আয়তন ৫১ হাজার বর্গ কিলোমিটার, জনসংখ্যা ৪.৫ মিলিয়ন। ১৯৪৮ সালে গৃহযুদ্ধে সেখানে অন্তত ২০০০ লোক নিহত হয়েছিল। বর্তমানে কোস্টারিকায় নাগরিক নিরাপত্তার জন্য ফুয়েরজা নামক আইন প্রণয়ন করা আছে। দেশটির স্থল নিরাপত্তা, সীমান্ত চৌকি এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে পুলিশই তাদের একমাত্র ভরসা। এছাড়া দেশটি যেসব কারণে অনন্য—

★ কোস্টারিকার আয়তন বাংলাদেশের অর্ধেক কিন্তু জনসংখ্যা ৪৫ ভাগের একভাগ;

★ কোস্টারিকার জনগণ গর্ব করে যে তারা ১৯৪৮এর পর পৃথিবীর কোথাও কোন যুদ্ধে জড়ায়নি;

★ কোস্টারিকার জনগণ তাদের সন্তানদের ধর্মশিক্ষার চেয়ে পরিবেশ ও স্বদেশ সচেতন করে গড়ে তুলতে বেশি গুরুত্ব দেয়;

★ কোস্টারিকার ৯৫ ভাগ বিদ্যুৎ উতপাদিত হয় নবায়নযোগ্য জ্বালানীর মাধ্যমে;

★ কোস্টারিকা নাগরিকদের থেকে বছরে ১৫০ ডলার হেলথ ট্যাক্স রাখে বিনিময়ে তাদের সকল প্রকার চিকিৎসা ও ওষুধ ফ্রি;

★ কোস্টারিকা তৃতীয় বিশ্বের দেশ হলেও বয়স্কদের প্রায় ১০০০ ডলার মাসিক ভাতা প্রদান করে;

★ কোস্টারিকায় নতুন গাড়ি, নতুন বিলাসী ইলেক্ট্রনিকস আমদানির উপর আকাশছোঁয়া উচ্চ কর হলেও তা নিয়ে জনগণের কোন অভিযোগ নেই কারন জনগণ প্রকৃতির কাছাকাছি নান্দনিক জীবনযাপন পছন্দ করে;

★ কোস্টারিকায় বিদেশী বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কর্পোরেট কোম্পানিদের সর্বোচ্চ ৪৫% ট্যাক্স দিতে হয়;

★ কোস্টারিকা তাদের সামরিক বাজেট অর্ধেকে নামিয়ে এনে সেই টাকা শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যবহার করেছে;

★ কোস্টারিকা বিশ্বের এক নাম্বার সুখী দেশ;

★ কোস্টারিকায় ক্ষমতাসীন সরকার নীতিগতভাবে সমাজতন্ত্র অভিমুখী।