নিহত শিহাব হোসেন (১৫) উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।
বিজিবি কর্মকর্তা আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শিহাবসহ কয়েকজন সীমান্ত সংলগ্ন একটি বাগানে আম পাড়তে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে
“পালিয়ে আসার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।”
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শিহাবের লাশ ৬৬ নম্বর মেইন পিলারের কাছে পড়ে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাহিনা আফরিন লিয়া বলেন, শিহাবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটের ডানদিকে গুলি লেগেছে।