ডাইনি ভেবে ফেলে আসা শিশুটি এখন স্কুলে যায়

ডাইনি মনে করে ছেলেটিকে পরিত্যক্ত স্থানে ফেলে এসেছিল পিতা-মাতা। ছেলেটি পড়েছিল আস্তাকুড়েই। ময়লা কুড়িয়ে খাচ্ছিল। পোকা-মাকড় দুর্গন্ধ জড়িয়েছিল শিশুটির গায়। এক বছর আগের কথা। এনজা রিংগ্রেন লোভেন তখন নাইজেরিয়ায় ছিলেন মানবাধিকার কর্মী হিসেবে। তিনি শিশুটিকে তুলে নিয়েছিলেন।

 

 

এখন সে স্কুলে পড়ে। সুস্থ স্বাস্থ্যবান একটি শিশু এখন হোপ।

 

 

ছবি : দ্যা মিরর এবং দ্যা ইনডিপেনডেন্ট পত্রিকা থেকে নেওয়া।