শ্রেণিকক্ষে বিশ নম্বরের পরীক্ষা
Mon Apr 6 , 2015
চলতি শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা (শোনা এবং বলা) যাচাইয়ের উপর দশ করে বিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে প্রয়োজনীয় কথাবার্ত বলতে পারে না, এবং অন্য বললে তা বুঝতে পারে না -এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে […]
