Headlines

আজ পিতার জন্মদিন

আজ পিতার জন্মদিন

যদিও আমরা পিতৃহীন।

শুনি আজ প্রতিধ্বনি

বঙ্গবন্ধুর মর্মবাণী

কর্মবাণী ধর্মবাণী

শুনি আজ প্রতিধ্বনি

জায় বাংলা জয় বাংলা

বাংলার জয় মানবতার জয়।

আজ পিতার জন্মদিন

আমরা তোমাতেই বাঁচি

আজ নয় শুধু, প্রতিদিন।