ফলোআপ নিউজ আয়োজিত সাপ্তাহিক ওয়ার্কশপ নিয়ে যারা প্রশ্ন করেছেন তাদের জ্ঞাতার্থেঃ
১. প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে;
২. ক্লাসের দৈর্ঘ্য ২ থেকে ৪ ঘণ্টা;
৩. ক্লাস অনুষ্ঠিত হবে বৃহস্পতি, শুক্র এবং শনিবার।
বিদ্র: ৪ঘণ্টার ক্লাসে মাঝে ১৫মিনিট বিরতী রয়েছে।
০১.১০.২০২৩ তারিখ থেকে ওয়ার্কশপ শুরু হবে।
বৃহস্পতিবারের বিষয় “কী চাকরি, কেন চাকরি?”
* কে কোন চাকরির পিছনে ছুটবেন;
* কীভাবে কার্যকর উপায়ে চাকরির জন্য প্রস্তুতি নিতে হয়;
* কোন বইগুলো পড়বেন;
* মুখস্থ না করেও যেভাবে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি সেরে ফেলতে পারেন মাত্র এক বছরে।
শুক্রবারের বিষয় “গুগল সার্চ”
* কেন গুগল সার্চ করবেন;
* কীভাবে কার্যকর উপায়ে গুগল সার্চ করতে হয়;
* গুগল সার্চ যেভাবে আপনার পড়াশুনা সহজ করে;
* গুগল সার্চের কল্যাণে মুখস্থ না করেই আপনিও হয়ে উঠতে পারেন তথ্যের ভাণ্ডার।
ক্লাসের সময়: দুপুর ২টা থেকে ৬টা।
ফি: ২০০টাকা। ফলোআপ নিউজ শুভানুধ্যায়ী ফোরামের সদস্যদের জন্য ক্লাসটি ফ্রি।
শনিবারের বিষয় “ফেসবুক”
* ফেসবুক যেভাবে সময় বাঁচায়;
* ফেসবুক যেভাবে সময় নষ্ট করে;
* ফেসবুক ব্যবহার করে আপনি পরিচিত মহলের মননের কন্ট্রোল নিতে পারেন যেভাবে;
* ফেসবুক ব্যক্তির ইতিবাচক বিপণনে ব্যবহৃত হতে পারে যেভাবে;
* ফেসবুক ব্যক্তির নেতিবাচক বিপণনে ব্যবহৃত হয় যেভাবে;
* ফেসবুকের মাধ্যমে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছেন যেভাবে;
* ফেসবুক যেভাবে ব্যবসায় সহযোগিতা করে;
* ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার লাভ লোকসান;
* ফেসবুকে কতগুলো পেজ বা কতগুলো গ্রুপ একজন ব্যক্তির চালানো উচিৎ;
* পেজ এবং গ্রুপের বিশেষ বৈশিষ্ট; ইত্যাদি।
ক্লাসের সময়: দুপুর ২টা থেকে ৬টা।
ফি: ২০০টাকা। ফলোআপ নিউজ শুভানুধ্যায়ী ফোরামের সদস্যদের জন্য ক্লাসটি ফ্রি।
যোগাযোগ:
ব্লক: ২৬৮/১, খানজাহান আলী রোড, টুটপাড়া, খুলনা।
০১৮৪ ৬৯ ৭৩২৩২
অন্তত ৬ ঘণ্টা আগে ফোন করে ক্লাস বুক করতে হবে। সর্বোচ্চ বিশজনকে নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। একটি নির্দিষ্ট ক্লাসে ফলোআপ নিউজ শুভানুধ্যায়ী ফোরাম থেকে সর্বোচ্চ দশ জন সদস্য অংশগ্রহণ করতে পারবে।