ফলোআপ নিউজে যারা লেখালেখি করেন বা কোনো না কোনোভাবে জড়িত থাকতে চান, তাদের নিয়ে আমরা গঠন করেছি একটা শুভানুধ্যায়ী ফোরাম। শুভানুধ্যায়ী ফোরামে যিনি যুক্ত হবেন তার নাম, ছবি এবং ফেসবুক লিংক আমরা পত্রিকার হোমপেজে স্লাইড করছি। ফেসবুক লিংক না দিয়ে সাবস্ক্রাইবার চাইলে অন্য কোনো লিংকও ব্যবহার করতে পারেন।
সাবস্ক্রাইবারদের নাম এখানে বর্ণক্রমে রাখা হয়েছে, তবে পত্রিকার হোমপেজে যেহেতু স্লাইড আকারে থাকবে তাই সেটি বৃত্তাকার।
ডোনার সাবস্ক্রাইবার হওয়ার নিয়মাবলী:
ফলোআপনিউজে বছরে কমপক্ষে দশটি লেখা প্রকাশ পেতে হবে, অথবা ফলোআপনিউজ/আঠারো আয়োজিত যে কোনো পাঁচটি সামাজিক কাজে আপনার অংশগ্রহণ থাকতে হবে। অথবা প্রতি মাসে ১০০ টাকা হিসেবে এক বছরে ১২০০ টাকা ফলোআপনিউজের একাউন্টে জমা দিতে হবে।
আপনি মূলত একটি উদ্যোগের সাথে যুক্ত হচ্ছেন, সহযোগিতা করছেন, তাই বিষয়টি এরকম নয় যে ‘এটা করতে হবে’, বরং বিষয়টা এরকম যে ‘এটা করা যেতে পারে’।