নিজে ছিন্নমূল মানুষ হয়েও খাওয়াচ্ছেন ছিন্নমূল প্রতিবন্ধী এবং মানসিক রোগীদের

করিমনগর

করিম নগরের ইছা ভাই এবং তার স্ত্রী ফিরোজা বেগম, তাদের রয়েছে একটি পিতা-মাতা হারা জন্ম প্রতিবন্ধী নাতি। নিজেরাই তারা ছিন্নমূল, সরকারি পড়ে থাকা জায়গায় একটি ছাপড়া ঘরে ভাতের দোকান চালান। চলে তো চলে না, ঝড় বৃষ্টি বাদলের দিনে পড়ে যান মহা সংকটে। এমন একজন সংকটাপন্ন মানুষ হয়েও তিনি একই ধরনের ছিন্নমূল প্রতিবন্ধী মানুষ এবং মানসিক রোগীদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। নিজেরা রান্না করে নিজেরাই খাওয়াচ্ছেন। এই মহূর্তে সামাজিক সংগঠন রেনু (REcNU) তাদের সহযোগিতা করছে। কেউ তাদের সহযোগিতা করতে চাইলে নিচের নম্বরে যোগাযোগ করুন।

01951-440901