বাঁধন সরকারি পি.সি.কলেজ পরিবারের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

পি.সি. কলেজ

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট প্রতিনিধি

রক্তদান কর্মসূচী


২২ জানুয়ারি ২০১৯ এ বাঁধন সরকারি পি.সি.কলেজ পরিবারের আয়োজনে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সরকারি পি.সি.কলেজ এর পালকি ঘরে সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির পাশাপাশি সদস্য সংগ্রহ করা হয়। উক্ত কর্মসুচি পরিদর্শন করেন সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সাখিলুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অত্র কলেজের শিক্ষকশিক্ষিকা। এ ধরনের একটি মহতী উদ্যোগের জন্য কলেজ প্রশাসন বাঁধন সরকারি পি.সি. কলেজ পরিবারকে সাধুবাদ জানিয়েছেন।

কর্মসূচি পরিচালনা করতে উপস্থিত ছিলেন বাঁধন সরকারি পি.সি.কলেজ পরিবারের আহবায়ক সবুজ হালদার, সদস্য সচিব সজীব বেপারী, কোষাধাক্ষ মো: নাঈমুল ইসলাম নাঈম সহ মো: আক্তারুজ্জামান নিলয়, সঞ্জিত পাল, বিজয় কুমার গাইন,মোস্তাফিজুর রহমান, তনয় বালা, সুমন বিশ্বাস, সোহাগ বাড়ৈ, সুমন মন্ডল, বিবেক মন্ডল, সায়মা আফরিন, শুকলা হালদার, শারমিন আক্তার, ফাতেমা তুজ জোহরা, উম্মে সানজিদা আক্তার, হাফিজা খাতুন শিম, আরিফ শুভ, প্রিতম সানা, সৌভিক ঢালী, সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ সহ বাঁধন সরকারি পি.সি.কলেজ পরিবারের অন্যান্য সদস্যরা।

দিনের কর্মসুচিতে মোট ১৯৩ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। আগামী ফেব্রুয়ারি/মার্চ মাসের দিকে আবারও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাঁধন সরকারি পি.সি.কলেজ পরিবার।

বাঁধন সরকারি পি,সি কলেজ পরিবারের মূল লক্ষ হলো “আমরা স্বপ্ন দেখি সেদিনের যেদিন বাংলাদেশের প্রতিটা মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে” ।