Headlines

হারানো বিকেলের গল্পটা ঠিকই আজ হারিয়ে গেলো

বাংলাদেশ

বাংলাদেশ

হারানো বিকেলের গল্পটা ঠিকই আজ হারিয়ে গেলো

আজকে সকালটা খুব অল্প হলো …

সবাইকে ভীষণ করে কাঁদিয়ে দিলো!

 

মৃত্যু এমনই এক নির্লজ্জ অগ্রদূত

সন্তর্পণে পিছু নিয়েছিল

এখন হয়ত আমার, আমাদের একান্ত হাহাকার।

 

কে জানে কোনো রক্তগোলাপ ফুটবে কিনা কাল

কে জানে এই ঘুমন্ত শহরে

রিমঝিম বৃষ্টি ঝরবে কিনা আবার!

 

ভাটির টানে মাটির গানে

পৃথিবীতে বাসা বেঁধেছিল যে জীবন

আমাদের বিস্ময় হয়ে রয় শুধু চোরাবালির এক প্রান্তর।