Headlines

সানির পর তাসকিনকেও নিষিদ্ধ করল আইসিসি

1

প্রথমে জানা গিয়েছিল কেবল আরাফান সানির বোলিং একশন নিষিদ্ধ করেছে আইসিসি। পরে আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে সানির মত তাসকিনকেও সাময়িক ভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, চেন্নাইয়ের ল্যাভে বোলিং পরীক্ষা দিয়ে উৎরাতে না পারায় এই দুই বোলারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

২১ মার্চ অস্ট্রেলিয়ার সাথে বেঙ্গালুরুতে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। তার ঠিক আগেই তাসকিন ও সানিকে নিষিদ্ধ করায় মারাত্মক অপ্রস্তুত অবস্থায় পড়েছে বাংলাদেশ।

আইসিসি তাদের প্রতিবেদনে ব্যাখ্যা দিয়ে বলে, “আরাফান সানির বেশিরভাগ বলে তাঁর হাত ১৫ ডিগ্রির বেশি বাঁকে”

তাসকিন সম্পর্কে বলা হয়, “তাসকিনের সব বল বৈধ্য নয়”