এটা জানা গেছে যে, অনেক বিখ্যাত ব্যক্তি বিভিন্ন ধরনের মানসিক রোগে ভুগেছেন। এর মধ্যে সৃষ্টিশীল মানুষের সংখ্যাই বেশি। বাই-পোলার ডিসওর্ডার, ডিপ্রেশন এবং সিজোফ্রেনিয়ার মতো রোগে ভুগেছেন তারা। গণিতবিদ জন ন্যাশ, মিউজিশিয়ান জন গর্ডন এবং পিটার গ্রিন সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন।
♣ গণিতজ্ঞ জন ন্যাশ নোবেল প্রাইজ পেয়েছিলেন অর্থনীতিতে। জন ন্যাশের সমস্যা নিয়ে “অ্যা বিউটিফুল মাইন্ড” নামে একটি বিখ্যাত চলচ্চিত্র রয়েছে।
♣ ব্রিটিশ গিটারিস্ট পিটার গ্রিন সিজোফ্রেনিয়া আক্রান্ত ছিলেন।
♣ বিখ্যাত ড্রামার জিম গর্ডনের প্যারানয়েড সিজোফ্রেনিয়া ধরা পড়েছিল, তিনি তার মাকে খুন করেছিলেন। বর্তমানে তিনি কারাবন্দী।
♣ আব্রাহাম লিংকনের ওয়াইফ মেরি টোড লিংকনের সিজোফ্রেনিয়া ছিল বলে ধারণা করা হয়।
♣ ভিক্টর হুগোর মেয়ে অ্যাডেলি হুগোরও সিজোফ্রেনিয়া সমস্যা ছিল।
তালিকাটি খুব ছোট নয়। তাই একথা বলা যায় যে, এ ধরনের রোগীদের কেয়ারিং এ নিতে পারলে তাদের পক্ষে ভাল কিছু করা সম্ভব।
সৌজন্যে: ব্রেন এন্ড লাইফ হসপিটাল।