যাহোক না কেন এটি পৃথিবীর অনেক পুরনো একটি রোগ। মানসিক রোগ নিয়ে সমাজে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। এটি যে রোগ সে সম্পর্কেই অনেকের কোনো ধারণা নেই।
তবে মনোচিকিৎসকরা বলে থাকেন, সঠিকভাবে চিকিৎসা নিলে মানসিক রোগ থেকে মুক্তিলাভ করা সম্ভব। মানসিক রোগীদের সম্পর্কে বিশেষজ্ঞডাক্তারদের মতামতের সারাংশ এখানে তুলে ধরা হলো।
* মানসিক রোগীদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হতে হবে। তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য পারিবারিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন;
* অন্যসব রোগীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের মতো একইভাবে মানসিক রোগীদেরও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে;
* মানসিক রোগের চিকিৎসার ব্যয় তুলনামূলকভাবে খুব বেশি এবং এটা এককালীন নয়, বারে বারে প্রয়োজন হয়, অর্থাৎ রোগটা ফিরে ফিরে আসে। দেশের দরিদ্র ও সাধারণ মানুষ এ ব্যয় বহন করতে পারে না।
* এজন্য মানসিক রোগের চিকিৎসার ব্যয় হ্রাস করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন, একইসাথে সরকারি মানসিক স্বাস্থ্যসেবাকে্ন্দ্রগুলোকে কার্যকরী করা দরকার;
* দেশে প্রয়োজনের তুলনায় মনোরোগ চিকিৎসকের সংখ্যা নগণ্য, এবং বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা একেবারেই হতেগোণা। মানসিক রোগের চিকিৎসকের সংখ্যা বাড়ানো জরুরি;
* মানসিক রোগ সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এ সম্পর্কে প্রচুল লেখালেখি প্রয়োজন।