এই গরমে এমন পোশাক! এটা কি শুধুই ধর্মীয় রীতি?

ঢাকা

বর্ষাকাল হলেও এই সময়টাতে অসহনীয় গরম পড়ছে। শহরে, বিশেষ করে ঢাকা শহরে গরমের তীব্রতা আরো বেশি। গরমে পোশাক নির্বাচনে হতে হয় কৌশলী, না হলে কষ্ট বাড়ে। কিন্তু দেখা যায় এই অসহ্য গরমেও অনেকে এমন সব পোশাক পরে আছে যা গরম আবহাওয়ায় একেবারেই বেমানান। ধর্মীয় কারণটা আমলে নিলে গরমে এ ধরনের পোশাক পরার সেটি একটা ব্যাখ্যা, কিন্তু এর বাইরেও কি কোনো কারণ থাকতে পারে, যাতে করে এই তীব্র গরমেও এ ধরনের পোশাক মেয়েরা এবং মহিলারা পরছে। কী হতে পারে সে কারণগুলো?ঢাকা

এ বিষয়ে আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি ফলোআপনিউজকে বলেন,

ধর্মীয় কারণটাই এক্ষেত্রে মুখ্য, তবে বিষয়টি এমন নয় যে ব্যক্তি ধর্মীয় কারণে এটি পরছে, বরং সমাজ পরোক্ষভাবে নারীর ওপর এই পোশাক চাপিয়ে দিয়েছে। দেখা যায়, এ ধরনের পোশাক পরলে তার সামাজিক অংশগ্রহণ সহজ হয়, পরিবারও তার বাইরে চলাফেরা সহজে অনুমোদন করে। এসব কারণে চেতনে এবং অবচেতনে মেয়েরা এবং মহিলারা এ ধরনের পোশাক মেনে নিচ্ছে। যদিও এই তীব্র গরমে তাদের কষ্ট হচ্ছে, তবে অংশগ্রহণমূলক অন্য সুবিধাগুলোকে স্বাভাবিকভাবেই সে বড় করে দেখছে।