Headlines

এককালীন এক হাজার টাকা দিয়ে ছবি আপলোড করে প্রতি মাসে আয় করুন ১২০০ টাকা!

খুলনা

আপনার একটা ছবি ছোট্ট একটি বর্ণনা যোগ করে ফলোআপনিউজে আপলোড করুন। ফলোআপনিউজে আপনার ছবিটি পেজে আপলোড করে বুস্ট করবে। বুস্টের খরচ আপনি বহন করবেন। আপনি একবারই এক হাজার টাকা খরচ করবেন। এরপর প্রতি মাসে আপনি পাবেন ১২০০ টাকা। শর্ত হচ্ছে আপনার ছবিটি মাসে কমপক্ষে ১০০ বার ভিন্ন ভিন্ন আইডি হতে শেয়ার হতে হবে। 

বিদ্র: নিজের ছবির পরিবর্তে আপনি অন্য যেকোনো ছবিও নির্বাচন করতে পারেন। তবে ছবিটি নান্দনিক, অথবা থিমেটিক হতে হবে, হতে পারে জনসচেতনতামূলক কোনো ছবিও।

নমূনা ছবি:

খুলনা
সজল বিশ্বাস, যিনি একজন গবেষক ও সমাজকর্মী, সম্প্রতি তিনি একটি রেকর্ডিং স্টুডিও তৈরি করেছেন। সজল বিশ্বাসের শখ ভ্রমণ করা। অবসরে তিনি সঙ্গীতের চর্চা করেন।