Headlines

ক্যারিয়ারিস্টের সাথে সাবধান

CARRIARIST

একজন ঝানু ক্যারিয়ারিস্ট কখনো তথাকথিত স্টাটাসে নিচু কাউকে তার সমান্তরালে বসতে দেয় না, বরং সে সবসময় এমন কাউকে খোঁজে যার পাশে বসে সে নিজেকে আরেকটু উপরে তুলতে পারে। সে কখনো আপনার সাথে কোনো কাজ করবে না, ভালো সম্পর্ক থাকলে কোনো হেল্প সে ব্যক্তিগতভাবে আপনাকে গোপনে করতে পারে, যদি আপনি হেল্প চান, তবে আপনার মুখ খুলে চাইতে হবে। কোনো কাজ সে আপনার সাথে করবে না টাকা লস করার ভয়ে নয়, বরং ক্যারিয়ার এবং সামাজিক অবস্থান আপনার সাথে কাজ করার ফলে তার উচুতে উঠবে, নিচুতে নামবে, নাকি একই থাকবে সে বিষয়টি অনিশ্চিত বলে। আর আপনি যদি একটু ডিফারেন্ট কেউ হন, তাহলে ক্যারিয়ারিস্ট কারো সাথে কাজের চিন্তা না করাই ভালো। সে আপনার সাথে কাজ করবে না। ফলে আমার অভিজ্ঞতায় ক্যারিয়ারিস্ট কারো সাথে ভালো সম্পর্ক একটা জটিল সম্পর্ক, খুবই জটিল সম্পর্ক। শুধুমাত্র তার চেয়ে এগিয়ে থাকতে পারলে এই সম্পর্ক হালে পানি পাবে, অন্যথায় খুব বিপদে তার কাছে আপনি কখনো হেল্প চাইতে পারেন, এর বেশি কিছু নয়। আর আপনি যদি হেল্প চাওয়ার মানুষটি না হোন, তাহলে এই সম্পর্ক আপনার জন্য একসাথে এক কাপ চা খাওয়ার সম্পর্কও নয়। এ ধরনের সম্পর্ক মেইনটেইন করে শ্লাঘা অনুভব করার চেয়ে সে সময়টুকু কাজে লাগিয়ে একই জগতের একজন খাবি খাওয়া মানুষ খুঁজে নেওয়া উত্তম, তাতে চা আড্ডার সময়টুকু অন্তত ভালো কাটবে, আবার কখনো কোনো কাজ হলেও হতে পারে।