Headlines

সবাই স্বার্থ সচেতন! রেগে গিয়ে লাভ নেই

সম্পর্কগুলো আপনাকে কাঁদাবে, নিশ্চিত থাকেন সম্পর্কগুলো আপনাকে কাঁদাবে। নিয়েও সুখ পাবেন না, দিয়েও সুখ পাবেন না। তাহলে করবেন কী?

করতে হবে তো সবই, শুধু মনটাকে স্বাধীন রাখতে হবে। মানুষের কাছ থেকে যত কম আশা করবেন ততই ভালো, আশা করতে হবে শুধু নিজের কাছ থেকে। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মনটাকে মুক্ত রাখা।

Marjorie Kinnan Rawlings এর A Mother in Mannville গল্পে জেরি সম্পর্কে একটা লাইন আছে, জেরিকে বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে লেখিকা বলেছেন, “He was a free-will agent and he chose to do careful work, and if he failed, he took the responsibility without subterfuge”

এটাই মূলকথা। আপনার কাজ আপনি করে যান, ভুল হলে স্বীকার করুন, কে কী ভাবল, কে স্বীকৃতি দিল আর কে দিল না -এসব নিয়ে ভাববেন না, নিজের মেধা-যোগ্যতা অনুযায়ী কাজ করে যান। ফল আসবেই।