শিল্প শুধু শিল্পের জন্য নয়, শিল্প মানুষের শুভবোধোর জাগরণের জন্য, মানুষের মধ্যে সুকুমার বৃত্তি জাগিয়ে তোলার জন্য। শিল্প প্রতিবাদের ভাষা, শিল্প না বলা কথা বলার জন্যও। এ সবই আছে কুজনেস্কির চিত্রকর্মে, তবে সবচেয়ে বেশি আছে প্রতিবাদ, সামাজিক এবং রাজনৈতিক অসংগতির বিষয়গুলো, এসব তিনি ফুটিয়ে তুলেছেন অসাধারণ মুন্সিয়ানায়।
তবে কুজনেস্কির শিল্প বিষয়বস্তু নির্ভর, মূলত বিদ্রুপাত্মক, নিজেকে শিল্পী হিসেবে দাবী না করে, তিনি ইলাসট্রেশনের মাধ্যমে সমাজের অন্তঃসারশূন্যতা তুলে ধরেছেন চমৎকারভাবে।
পাভেল পরিপক্ক শিল্পী, তবে বয়সে তরুণ, মাত্র ১৯৭৬ সালে জন্ম তাঁর, তাই আশা করা যায় তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য, প্রতিবাদের ভাষাটাকে আরো বেশি বহুমাত্রিক করার জন্য, মানুষের মুখপাত্র হিসেবে কথা বলার জন্য সময় পাবেন যথেষ্ট।
পোলিশ চিত্রকর কুজনেস্কি, চারুকলায় গ্রাফিক্স ডিজাইনে পড়াশুনে করেছেন পোল্যান্ডের পোজনান বিশ্ববিদ্যালয়ে। ২০০৪ সাল থেকে তিরি বিশেষত কাজ করছেন বিদ্রপাত্মক চিত্র এবং কার্টুন নিয়ে। অসংখ্যা পুরস্কার পেয়েছেন, দেশ-বিদেশে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে বহুবার, জানা অজানা অসংখ্য ম্যাগাজিন প্রকাশিত হয়েছে তা, তবে কুজনেস্কির কর্ম সবচেয়ে বেশি ঘুরছে মানুষের হাতে হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ, তিনি মানুষের হৃদয় ছুঁয়েছেন।
পাভেল কুজনেস্কির আঁকা কিছু বাছাই ছবি ফলোআপ নিউজের পাঠকের জন্য এখানে দেওয়া হল: