Headlines

জীবন্ত কিংবদন্তী আব্দুল গাফফার চৌধুরীকে সংবধর্না দিয়েছে পুস্তক প্রকাশক এবং ব্যাবসায়ী সমিতি

মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষ্যে পুস্তক প্রকাশক এবং ব্যবসায়ী সমিতি বিশিষ্ট সাংবাদিক এবং লেখক-বলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে সংবর্না দিয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম পরিচালক আর.সি. পাল সহ অন্যান্য পরিচালক। দিকদরশন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রন্থকুঠির প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রতন চন্দ্র পাল মহোদয়ের পক্ষ থেকে স্বাধীনতার স্মারক ক্রেস্ট দেওয়া হয় জনাব গাফফার চৌধুরীকে।
href=”http://follow-upnews.com/wp-content/uploads/2014/12/IMG_0617.jpg”>IMG_0617

IMG_0724

IMG_0751

IMG_0752

IMG_0782

IMG_0853