Headlines

“শত কবির কবিতা” নিয়ে বই, থাকতে পারে আপনার একটি কবিতা

বইটি “সমকালীন শত কবির কবিতা” নামে বের হবে। সমসাময়িক একশোজন কবির কবিতা থাকবে বলেই এরকম নামকরণ। ২০৭১ প্রকাশনীর উদ্যোগে এবং প্রকাশে, ‘ক্লোজআপনিউজর প্রযোজনায় বইটি বের হবে।

যে কারণে এরকম একটি বই বের করা হবে:

১। প্রতিশ্রুতিশীল কবিদের একটি কমন প্লাটফরম তৈরি করা।

২। পাঠকদের কাছে অনেক কবির কবিতা একসাথে পাঠানো, তাহলে তারা সহজে তাদের পছন্দের কবিকে খুঁজে নিতে পারবে। কারণ, ‘বইটি কেমন হবে’ এই ঝুঁকিটি নিতে চায় না বলেই পাঠক এখন কবিতার বই কেনে না। আমাদের বিশ্বাস একশোজন কবিকে এক মলাটে জায়গা দিলে বইটি অনেকে কিনবে।

৩। একশোজনেই বইটি নিজের মনে করবে, ফলে সবাই বইটি সমানভাবে প্রচার করবে, এতে করে একটি জাগরণ ঘটবে।

৪। অর্থপূর্ণ কবিতাই আমরা শুধু ছাপতে চাই, ফলে বইটি সমাজের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেবে বলে মনে করি।

৫। কবিরা শক্তিশালী মানুষ, এরকম একশোজন কবি এক মলাটে থাকলে সে শক্তিটা নিশ্চয়ই কোনো শুভ কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি।

৬। বইটি ইংরেজিতে অনুবাদ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে, ফলে বাংলাদেশ থেকে কবি হিসেবে যাদেরকে চেনা উচিৎ তাদেরকেই আমরা তুলে ধরতে চাই। 

কবিতা প্রকাশের কিছু শর্ত আছে:

যদিও শর্তে আমরা বিশ্বাসী নই। কিন্তু বাস্তবতা বিবেচনায় কিছু বিষয় আমরা মাথায় রাখছি–

১। কবিতা যথাসম্বভ বিমূর্ত হলে ভালো হয়।

১। সুস্পষ্ট হলে কবিতাটি বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হতে পারবে না।

২। কবিতাটিতে স্পষ্টত কোনো ধর্ম এবং সম্প্রদায়ের প্রতি পক্ষপাত থাকতে পারবে না।

৩। প্রাসঙ্গিক না হলে আঞ্চলিক ভাষার ব্যবহার যথাসম্ভব পরিহার করলে ভালো হয়।

৪। ‘গালি’ অনেক সময় কবিতায় ব্যবহৃত হয়, তবে এক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করছি, যেহেতু এটি একটি সম্মিলিত প্লাটফরম।

৫। কবিতাটি হতে হবে আট থেকে বিয়াল্লিশ লাইনের মধ্যে। সামান্য হেরফের হতে পারে, তবে আট লাইনের কম হতে পারবে না।

নিয়মাবলী:

১। কবিতাটি ৩০ মার্চ ২০১৯-এর মধ্যে আমাদের কাছে পৌঁছাতে হবে।

২। কবিতা সম্পাদনা করা যাবে কিনা–সেটি কবিতার নিচে আপনি লিখে দেবেন। আপনার একটি ছবি পাঠাবেন, এবং একশো শব্দে আপনার সংক্ষিপ্ত জীবনী, যেটি বইয়ের শেষে ছাপা হবে। ছবিটি জীবনীর সাথে যাবে এবং একশো জনের ছবি সজ্জিত করে বইয়ের প্রচ্ছদ তৈরি হবে, তাই ছবিটি আপনি পছন্দ করে পাঠাবেন।

৩। পাঁচটি বইয়ের টাকা আপনাকে অগ্রীম দিতে হবে। আট থেকে দশ ফর্মার পাঁচটি বইয়ের দাম ১০০০টাকার বেশি পড়বে নিশ্চিত।

৪। একশোটি কবিতা মনোনিত হয়ে গেলে পরে কোনো ভালো কবিতা থাকলেও সেটি ফেরৎ পাঠানো হবে। অর্থাৎ, আমরা একসাথে সব কবিতা পড়ে দেখে নম্বর পদ্ধতিতে বাছাই করব না, একটার পর একটা পড়ে দেখা হবে, বাছাই কমিটির তিনজন সদস্যের দুইজনে মনোনিত করলে কবিতাটি মনোনিত হয়ে যাবে। এভাবে একশোটি কবিতা আমরা মনোনিত করব। একাধিক কবিতা পাঠানোর সুযোগ আছে, তবে ছাপা হবে একটি।

৫। আপনার কবিতা মনোনিত না হলে আপনাকে টাকা ফেরৎ দেয়া হবে ৭দিনের মধ্যে।

৬। মনোনিত হলে আপনার কবিতা বইয়ে প্রকাশের পাশাপাশি একাধিক লিটল ম্যাগাজিন এবং অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হবে।

৭। প্রাথমিকভাবে বইটি ১০০০ কপি ছাপা হবে।

৮। শুধু একশোজন ভালো কবি নয়, আমরা চাই, এটা হবে একশোজন সচেতন এবং বিবেকবান মানুষের একটি প্লাটফরম।

প্রকাশকাল:

বইটি ৩০ জুন ২০১৯-এর মধ্যে প্রকাশিত হবে। তবে বিশেষ কারণে সর্বোচ্চ ১৫দিন দেরি হতে পারে। জুলাই ২০১৯ এ আমরা ঢাকায় বাংলা একাডেমিতে এবং খুলনায় বিএমএ মিলনায়তনে একটি প্রকাশনা উৎসব করব। একুশে বইমেলা ২০২০ এ বাংলা একাডেমি বটতলায় আমরা একটি উন্মুক্ত প্রকাশনা উৎসব করব। এর আগে বিভিন্ন পত্রিকা এবং ব্লগে বইটির ওপর রিভিউ ছাপা হবে।

#বইটি বইমেলার যথেষ্ট আগে বের করতে চাই আমরা, কারণ, বইটি সম্পর্কে যাতে বইমেলার আগেই সারা দেশের মানুষ জেনে যায়।


যোগাযোগ:

দিব্যেন্দু দ্বীপ

[email protected]

০১৮৪ ৬৯ ৭৩২৩২