Headlines

পাটের জিনোম কোড পেয়েছে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

বাংলাদেশ পাটের তিনটি জিনম কোড  পেয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরশেন (এনসিবিআই) এ স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

পাটের গবেষণায় সরকারের উৎসাহমূলক কাজের ফলে এই সাফল্য এসেছে বলেও তিনি দাবি করেন কৃষিমন্ত্রী। কৃষিখাতে সরকারের বিভিন্ন ধরনের সুযোগসুবিধা ও প্রণোদনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে পাটের গবেষণায় উৎ​সাহ দেওয়া হয়েছে। এটি করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে পাটে এসেছে যুগান্তকারী সাফল্য। পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে।  এনসিবিআই তিনটি জিনোম কোড নম্বর পেয়েছে। এই গবেষণার ফল গত ৩০ জানুয়ারি বিশ্বখ্যাত জার্নাল​ন্যাচার প্লান্ট এ প্রকাশিত হয়েছে। মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও।’

[বার্তাবাহক আরএনএ’র নিউক্লিওটাইড ক্রম থেকে প্রোটিনে এমিনো এসিডের ক্রম তৈরি হয়; নিউক্লিওটাইড ও এমিনো এসিডের ক্রমের মধ্যে এই রূপান্তরকে জিনেটিক কোড বলে।]

সূত্র : বাংলা ট্রিবিউন