Headlines

মায়ার বাঁধনে বাঁধো তন্ময়কে // প্রফেসর ড. মো: আলতাফ হোসেন

আলতাফ হোসেন

দিকে দিকে আজ-ছড়িয়ে পড়েছে তন্ময়ের জয়ধ্বনি,

যে দিকে তাকাই-সেদিকে দেখি তন্ময়ের ছবিখানি

ছবি দেখলে ভেসে ওঠে বন্ধু তন্ময়,

নামটি মমতাময়

যতবার দেখি বারবার কেন দেখতে ইচ্ছে হয়।

আমি কবি

আমি বুঝি ধ্যান করা মোর স্বভাব

আল্লাহর আশির্বাদে অভাব

মায়ার বাঁধনে ধরিয়া না রাখিলে

পাখি যাবে উড়াল দিয়ে

কোনদিন আর আসিবেনা

পাখি চিন্তা কর গভীরে গিয়ে

ভোট দিয়ে নৌকায়-বেঁধে ফেলো তন্ময়কে

এমন মায়ার ডোরে যাতে টুংগীপাড়া ছেড়ে

বাসা বাধে যেন বাগেরহাট শহরে,

রূপা হেলালকে আমি ধন্যবাদ জানাই

তাদের সুযোগ্য পুত্রের জন্য যার আগমন

বাগেরহাট২ আসনে করেছে মোদের ধন্য।


প্রফেসর ড. মো: আলতাফ হোসেন    প্রফেসর ড. মো: আলতাফ হোসেন

 

বাগেরহাট