১. “ইন্ডিয়ান/পাকিস্তানি পণ্য বর্জন করতে হবে।”
♣ মুক্তবাজার অর্থনীতির বাণিজ্য নীতিমালাটা কি আমরা জানি? বর্তমান ব্যবস্থায় কোনো দেশের পণ্য বর্জন করা মানে কি সে দেশের সাথে সব ধরনের সম্পর্ক বন্ধ করা নয়? বর্তমান বাণিজ্যিক ব্যবস্থায় ব্যক্তি টু ব্যক্তি বিজনেস হয়। এলসি খুলে যে কেউ যে কোনো দেশের পণ্য আমদানী করতে পারে, সরকারের সেক্ষেত্রে বাধা দেয়ার সুযোগ নেই। একজন ব্যক্তি কখন অন্য দেশ থেকে পণ্য আমদানী করে—যখন দেশের পণ্য বিক্রী করার চেয়ে আমদানী করা পণ্য বিক্রী করে লাভ বেশি হয়, অথবা দেশে নির্দিষ্ট ঐ পণ্যটা এভেলিএবল না থাকে।
অর্থাৎ একটি দেশের সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক থাকলে সে দেশের পণ্য বর্জন করা সম্ভব নয়।
২. আপনার প্রিয় চ্যানেল কোনটা? নিজের কাছে নিজে প্রশ্ন করুন। আমার প্রিয় চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি’র বাংলা ভার্সন। তো একটা যদি বন্ধ করেন, আরেকটা ওরা চালাতে দেবে কেন?
এক্ষেত্রে রবীন্দ্রনাথের কথাটা একবার স্মরণ করুন—“দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা থেকে ঢুকি।”
৩. “ বাংলাদেশে ইন্ডিয়ান পণ্য সবচে’ বেশি আমদানী হয়।”
♣ এটি একটি ভুল তথ্য। বাংলাদেশে টাকার অংকে সবচে’ বেশি আমদানী হয় চীনা পণ্য। বাণিজ্য ঘাটতিও চিনের সাথে সর্বাধিক।