Headlines

এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘণ্টায় ২ কি.মি. বেগে যেতে পারে। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে, স্রোতের অনুকূলে ৩২ কি.মি. যেতে তার কত সময় লাগবে?

11781727_873777062707699_7728253396585004799_n-219x300


স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিলোমিটার, মাথায় রাখুন।
স্রোতের প্রতিকূলে ঐ ব্যক্তি ২ কিলোমিটার যায় ১ ঘণ্টায়, তাহলে স্রোত না থাকলে তার বেগ হবে ঘণ্টায় (৩+২) কি.মি. = ৫ কি.মি.
[কারণ স্রোতের বেগ ৩ কিলোমিটার বলে প্রতিকূলে স্রোত তার বেগ প্রতি ঘণ্টায় তিন কিলোমিটার কমিয়ে দেয়, এবং অনুকূলে স্রোত তার বেগ প্রতি ঘণ্টায় ৩ কিলোমিটার বাড়িয়ে দেয়]
তাহলে স্রোতের অনুকূলে তার বেগ হবে ঘণ্টায় (৫+৩) কি.মি = ৮কি.মি.
অতএব, স্রোতের অনুকূলে ৩২ কি.মি. যেতে ঐ ব্যক্তির সময় লাগবে ৩২/৮ ঘণ্টা = ৪ ঘণ্টা।
[দূরত্ব/বেগ = সময়। এটি মনে রাখলেও চলবে, কারণ ঐকিক নিয়মের হিসেবে এমনিতেই বোঝা যাচ্ছে। যত কম মুখস্থ করবেন তত প্রেসার কমবে]
* ইউনিটগুলো বড় হলেও অংকটি করতে সময় লাগবে না। গল্পে গল্পে হয়ে যাবে। ইউনিট পরিবর্তন করে চেষ্টা করুণ।