ইবিতে ভর্তি আবেদন শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে বুধবার দিবাগত রাত ১২ টা এক মিনিট থেকে। ৫টি অনুষদ ভুক্ত ৮টি ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়টির এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ভর্তি আবেদন আজ বুধবার দিবাগত রাত ১২ টা এক মিনিট থেকে শুরু হবে এবং চলবে ২০ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত।  আবেদনকারীকে প্রতি ইউনিটে ৪৫০ টা ফি সার্ভিস সাপেক্ষে  মোবাইল অপারেটর টেলিটক sms এর মাধ্যমে আবেদন করতে পারবে। সফল ভাবে আবেদনকারী শিক্ষার্থীরা ১ নভেম্বর  থেকে ১০ নভেম্বরের মধ্যে http://iu.teletalk.com.bd ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।’
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে ভর্তি  বিষয়ক যাবতীয় তথ্য জানা যাবে।
উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৫-১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সূত্র: ইত্তেফাক