Headlines

শুভানুধ্যায়ী ফোরাম

মোহাম্মদ আহসানুর রহমান

অতিরিক্ত পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজম মাসুদ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

শামীমা নূর

ব্যাংকার

সঞ্জয় রায়

অলকা রাণী দাস

সজল বিশ্বাস

নারায়ণ মিত্র

তাপস ঘোষ

তাপস দাস

সাদেক হোসেন

এসএম কাইয়ুম

চলচ্চিত্র নির্মাতা

সুজয় রায়

সুজয় বিশ্বাস

মুক্তা আক্তার

এনজিওকর্মী

দিলরুবা চুমকি

এনজিওকর্মী

অরিজিৎ ভৌমিক

আবিদা সুলতানা

শিক্ষক

চিরঞ্জিত দত্ত চয়ন

ব্যবসায়ী

তীর্থ রুহি

শিক্ষক

মুকুল মিত্র

বেসরকারি চাকরিজীবী

♣ নামের ওপর ক্লিক করলে ব্যক্তির ফেসবুক প্রোফাইল পাবেন।

♦ প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে শুভানুধ্যায়ীদের মূল্যায়ন ও মতামতের প্রাধান্য দেওয়া হবে।
♦ প্রেস রিলিজ/সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশে শুভানুধ্যায়ীরা অগ্রাধীকার পাবে।

♦ শুভানুধ্যায়ী সদস্যের কোনো সমস্যা হলে এবং নিরাপত্তা বিঘ্নিত হলে পত্রিকা তার পাশে দাঁড়াবে।

♦ শুভানুধ্যায়ী হিসেবে আপনি যদি আপনার নাম অন্তুর্ভুক্ত করতে চান, তাহলে নিয়মিতভাবে পত্রিকার কনটেন্ট ফেসবুকে শেয়ার করুন। পত্রিকার পেজ ফলো করুন। কর্তৃপক্ষ আপনাকে ফোরামের সদস্য করে নেবে।