Headlines

অধ্যাপক অজয় রায় বলেছেন তাকে চুপ করানো হয়েছে

বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, ব্লগার অভিজিৎ রায়ের খুনিরা গ্রেফতার না হওয়ায় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা অধ্যাপক অজয় রায়।

একের পর এক হত্যাকাণ্ডে ব্যর্থতার দায় নিয়ে তিনি পুলিশপ্রধানের পদত্যাগ দাবি সহ অভিযোগ করে বলেন, আমাকে চুপ করানো হয়েছে।

শনিবার (৭ মে) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ড. মো. আনোয়ার হোসেন রচিত ‘অনন্ত আমরা চুপ থাকবো না’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অধ্যাপক অজয় রায় বলেন, ‘গোয়েন্দা বিভাগ থেকে আমাকে বলা হয়েছে, অভিজিতের তিন হত্যাকারী নজরদারিতে রয়েছে। তখন গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম, নজরদারি মানে কী? নজরদারি না করে গ্রেফতার করছেন না কেন? তারা উত্তর দিতে পারেননি।’

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এখন বলা হচ্ছে, অভিজিতের হত্যাকারীরা দেশত্যাগ করেছে। তাহলে আপনারা কিসের নজরদারি করেছেন?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক আরও বলেন, ‘আমি চুপ হয়ে গেছি। আমাকে চুপ করানো হয়েছে। একের পর এক হত্যাকাণ্ডে আমি চুপ হয়ে গেছি। এক সময় আমি কথা বলতাম। প্রতিবাদে মুখর থাকতাম। এখন আমি চুপ হয়ে গেছি।’

পুলিশের আইজির পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘তারা টার্গেট করে হত্যা করছে। জঙ্গিরা টার্গেট তালিকাও দিয়েছে। আপনারা রক্ষা করতে পারছেন না। এই ব্যর্থতা নিয়ে পুলিশের আইজির পদত্যাগ করা উচিত। আজই তার পদত্যাগ করা উচিত।’

সূত্র : সিলেটটুডে