Headlines

কচুয়া সদরের পাবলিক টয়লেটটি তালা দিয়ে ব্যবহার করছে কতিপয় লোকে

কচুয়া সদর

কচুয়া প্রতিনিধি

গণশৌচাগার

সরকারি অর্থায়নে নির্মিত হলেও পাবলিক টয়লেট ব্যবহার করতে পারছে না পাবলিক। বাগেরহাট জেলার কচুয়া উপজেলা সদরে অবস্থিত এ গণ শৌচাগারটি তালা দিয়ে কতিপয় লোকে ব্যবহার করছে বলে সাধারণ মানুষ অভিযোগ করেছে। পাশাপাশি অবহেলায় ধুলো ময়লা পড়ে আছে যাত্রী ছাউনিটিও। এলাকার মানুষের দাবি-

একজন লোক সার্বক্ষণিক রেখে গণ শৌচাগারটি ব্যবস্থাপনা করলে সাধারণ মানুষ এবং পথচারিরা উপকৃত হবে। টয়লেট ব্যবহার বাবদ দুই টাকা বরাদ্দ করলে তাতে একটি লোকের মাসিক বেতন হয়ে যেতে পারে। অথবা উপজেলা প্রশাসন বা উপজেলা পরিষদ এটি পরিচালনার দায়িত্ব নিতে পারে। তাদের দাবি অবিলম্বে গণ শৌচাগারটিকে তালা খুলে দিয়ে গণ করা হোক।