Headlines

“কোচিং-বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে”

Kazi Keramot Ali

শিক্ষা প্রতিমন্ত্রী (মাদ্রাসা ও কারিগরি) কাজী কেরামত আলী বলেছেন,

প্রতিমন্ত্রী বলেন, কোচিং-বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ বিষয়ে শিক্ষক-সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। প্রতিটি স্কুল ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে। কারণ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ষষ্ঠ আরডিএ জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। ‘আমাদের সব আমাদের হবে’ স্লোগানে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশন।