Headlines

ডুমুরিয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র নাথ বিশ্বাসের প্রয়াণে স্মরণসভা

শিক্ষক
ডুমুরিয়া
উপস্থিত অতিথিবৃন্দ।

ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়ের আলী মিলনায়তনে ১০ জুন (২০২২) ডুমুরিয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র নাথ বিশ্বাসের স্বরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে বাবু বীরেন্দ্র নাথ বিশ্বাস খুলনা সাতক্ষীরা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনার শিকার হন। এরপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে (২০২২) মৃত্যুবরণ করেন। ২০০৫ সালে অবসরে যাওয়া প্রাক্তন জনপ্রিয় এ শিক্ষকের ছাত্র-ছাত্রীরা এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার সংসদ সদস্য ডুমুরিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভাপতিত্ব করেন সহকারি অধ্যাপক মো: নুরুল ইসলাম খান। প্রয়াত শিক্ষকের স্মরণে ‘তুমি থাকবে স্মরণে’ শিরোণামে একটি সংক্ষিপ্ত স্মরণিকা প্রকাশ করা হয়।

স্মরণসভা কমিটির সদস্য সচিব শেখ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক কাজী শামসুর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম রঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, প্রাক্তন শিক্ষ গাজী  মোহাম্মদ রফি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, অনন্ত কুণ্ডু, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আব্দুল কাদের খান, ষোড়শ সাংস্কৃতিক সংসদের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, প্রাক্তন ছাত্র এ্যাড. নজরুল ইসলাম, দেবদাস মণ্ডল, আরিফুর রহমান নয়ন, প্রাক্তন ছাত্র শেখ আছাদুজ্জামান মিন্টু, তুষার কান্তি দত্ত, শিক্ষকের কণিষ্ট সন্তান সজল বিশ্বাস প্রমূখ।

সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বর্তমানে নৈতিক এবং আদর্শবান শিক্ষকের বড় অভাব। একজন বিবেকবান শিক্ষক জাতির জন্য অমূল্য সম্পদ। প্রয়াত শিক্ষক বাবু বীরেন্দ্র নাথ বিশ্বাস একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি কখনো টাকার কাছে শিক্ষা বিক্রি করেননি। দল মতের উধ্বে রেখে আমাদের গুণি মানুষকে স্মরণ করতে হবে।