সাইফুর’স-এর বইয়ে সাম্প্রদায়িক অপপ্রচার!

সাইফুরস্

সাইফুরস্


“যিনি নাস্তিক,

তিনি তো মৃত্যুর পরে জীবনের কথা বিশ্বাস করেন না।

তাই তার ধারণা মতে মৃত্যুর মাধমে সব শেষ।

প্রশ্ন হলো, মরার পরে যখন তিনি দেখবেন যে,

বেহেশত-দোযখ আছে,

মৃত্যুর পর অনন্ত জীবন আছে,

তখন তিনি কী করবেন?

একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ -প্রভৃতি ধর্মের অনুসারী ভাই-বোনদেরও

এই ব্যাপারে চিন্তা করার অনুরোধ রইল যে,

সৃষ্টিকর্তা নিয়ে আপনার ধারণা যখন ভুল প্রমাণিত হবে,

তখন কী করবেন?”


তাদের ইংরেজি গ্রামার বইয়ে এ ধরনের অপ্রাসঙ্গিক, উদ্দেশ্যমূলক এবং সাম্প্রদায়িক বিষয় থাকায় বিষয়টিকে আইনত অপরাধ বলে মনে করছেন কয়েকজন আইনজীবি।