চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বেশিরভাগ ওষুধের দোকানে নেশাজাতীয় দ্রব্য বা ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন ওষুধের দোকান থেকে গোপনে সহজলভ্য এবং দামে কম হওয়ায় অনেকেই এসব নেশা জাতীয় ট্যাবলেট বা তরল কিনছে।
অভিযোগ উঠেছে কুমিরা, বাঁশবাড়িয়া, দারোগারহাট, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, জঙ্গল সলিমপুরে কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী নিষিদ্ধ এসব ট্যাবলেট বিক্রি করছে। শুধু তাই নয়, ঘুমের ওষুধের সঙ্গে নানাধরনের দ্রব্য মিশিয়ে ঝাটকা, ফুটুস, ঝাঁকি নামে তরল ওষুধও বিক্রি হচ্ছে। তথ্যানুসারে, এ অঞ্চলের গ্রাম এবং শহর এলাকার প্রায় ৮০ শতাংশ শিশু-কিশোর কোনো-না-কোনোভাবে মাদকাসক্ত।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সাথে কথা বলেছে ফলোআপ নিউজ। চট্টগ্রাম জেলা পুলিশ বলছে, তথ্য বা অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এক্ষেত্রেও সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা ব্যবস্থা নেবো। তবে বিষয়টি দেখার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর রয়েছে। তারা ঔষধের দোকানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা।
…
সংবাদসূত্রঃ মানবজমিন, ফলোআপ, পরিবর্ধন এবং পরিমার্জনঃ ফলোআপ নিউজ