Headlines

অপরাধের চেয়েও স্বাধীন -নিঝুম জ্যোতি

কত যে গোপন অসুখ থাকে মানুষের,
কেউ কি জানতে পারে তা কখনো?
তীব্র ব্যতিক্রম-কঠোর,
সতর্ক আসক্ত জীবন,
কখনো তা নিষিদ্ধ ধর্ম-শাস্ত্রের চেয়েও
সৃষ্টিশীল, কাল্পনিক।
কত যে গোপন ভালোবাসা থাকে মানুষের,
কেউ কি জানতে পারে তা?
কখনো তা অপরাধের চেয়েও স্বাধীন,
সত্যের চেয়েও অবাধ, নিমগ্ন।