এ দেশ তোমায় নয়
এ দেশ শিয়ালের
এ দেশ শকুনের
এ দেশ ওদের।
দিয়ে দাও,
পঁচা নাড়িভুড়ির মত
ছিঁড়ে টুকরো টুকরো
করে দেশটা ওদের দিয়ে দাও।
তোরা আবাল বলেই দেশটা এমন
Fri Feb 27 , 2015
২০০৭ সালে বন্যা আহমেদের একটি বই আমি পড়েছিলাম। ‘বিবর্তনের পথ ধরে’ বইটিতে উনি খুব সহজ ভাষায় বিবর্তনবাদ ব্যাখ্যা করেছেন। অভিজিৎ রায়কে চিনেছি আরো পরে। ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’ বইটি পড়ে। মুক্তমনায় আমার বিচরণ ছিল। মুক্তমনায় কখনো রেফারেন্স ছাড়া কিছু লেখা হত না। আজগুবি কিছু লেখা হত না। অভিজিৎ রায় […]
