জীবনের একটা মানে আছে,
জড়েরও জীবন আছে মানি,
জড় থেকেই জীব জানি।
জীবনের একটা গল্প আছে–
তুমি আমি একই ছিলাম,
ভিন্ন হলাম ক্ষণকাল,
জড়তাই আমাদের নিশ্চিত পরকাল।
জীবাত্মার চেয়ে জড়তা সত্য,
সবই তো এভাবে স্বমেহন;
ভিন্ন হলাম কবে আমরা?
কীভাবে হলাম নারী পুরুষ জন?
মাটির আবার জাত কি হয় ভিন্ন কোনো?
মিলেমিশে একাকার,
প্রাণের আবার কীসের বাচবিচার?
তরলে তরল মেলে,
কঠিন হলে মেলে না,
জড়ই শুধু জানে ব্যবধান।
সবই ভালো, শুধু ভালোবাসো,
যত পারো কাছে আসো।
প্রাণ বড় মিথ্যে কথা,
সবই আসলে জড়তা।
রোজই জুটছে নতুন প্রাণ মাটিতে,
জড়ই স্রষ্টা এভাবে তার সৃষ্টিতে।
আমরা জড়ো হব আবার,
নতুন প্রাণের সমাহার,
এভাবে জড়ো-জীবে সখ্যতা,
অবশেষে সত্য শুধু জড়তা।