ক্ষুধা // দিব্যেন্দু দ্বীপ

মৃতদেহ সৎকার চলছে। কিছু দূরে দাঁড়িয়ে এক ‘পাগল’ আপন মনে কিছু বলে চলেছে। সৎকার শেষে কাঠুরেদের জন্য মুড়ি বাতাসার ব্যবস্থা করা হয়েছে। পাগল দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুড়ি-বাতাসার দিকে। কাঠুরেরা যে যার খাচ্ছে। পাগল দৌঁড়ে এসে এক মুট বাতাসা তুলে নিয়ে ছড়িয়ে দেয় ভেজা শশ্মানের উপর। গড় হয়ে প্রণাম করে দু’খানা বাতাসা মুখে পুরে ‘হরিবল হরিবল’ করতে করতে হেঁটে যায়।


[দিব্যেন্দু দ্বীপ-এর গল্পগ্রন্থ ‘সীমালঙ্ঘন’ থেকে সংগৃহীত]