Headlines

ছোটোগল্প: মগের মুল্লুকের অবসান

গীর্জায় হামলা
একটা দেশের কথা। অনেক আগের কথা। প্রাচীন এক দেশ, সে অনেক দূর, অস্ট্রেলিয়া মহাদেশ পেরিয়ে।
দেশটিতে মগের মুল্লুক হতে হতে এমন অবস্থা হলো যে সবকিছুতে একেবারেই নৈরাজ্যকর অবস্থা।
এ অবস্থা দেখে দেখে বিরক্তির শেষ পর্যায়ে গিয়ে সে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ভাবলো, এভাবে আর চলতে দেওয়া যায় না।
সব তারা মাঠে নেমে আসলো। শুধু কি মাঠে নেমে আসলো, একেবারে তছনছ করে দিলো দুবৃত্তদের সব আস্তানা।
তারা বললো, এর চেয়ে শূন্য থেকে শুরু হওয়া ভালো। এর চেয়ে সবাই একবারে মরে যাওয়া ভালো।
শুরুটা করেছিল তারা যে প্রেক্ষিতে–
স্কুলের মাঠে তাদের এক বন্ধু খেলা করছিল, হঠাত ইটের একটি বড় টুকরো এসে মাথায় লেগে শিশুটি মারা যায়।
স্কুলের ঐ মাঠে রাখা ছিল ইট-বালু, এলাকার একজন কন্ট্রাকটর কাজ পেত, আর ওখানে রেখে রেখে কাজ করতো, এমনকি মেশিন দিয়ে স্কুল চলার সময় বিকট শব্দে ইট ভাঙতো।
এই ঘটনার পর নড়েচড়ে বসলো শিশুরা। তারা দেশের সবকিছু খোঁজখবর নিতে শুরু করলো। 
তারা সিদ্ধান্ত নিল, এক বছর পড়াশুনা বন্ধ। দেশের সকল শিশু শ্রমিক এক হয়ে যোগ দিল তাদের সঙ্গে। 
সে এক মহা হলুস্থুল কাণ্ড। শিশু শ্রমিকই তো সে দেশে প্রায় এক কোটি।
ওরা মাত্র তিন মাসের আন্দোলনে দেশের ক্ষমতাই দখল করে ফেলল!

এখন দিব্যি শিশুরাই দেশটি চালাচ্ছে। কোনো সমস্যা নেই সে দেশে আর।


https://youtu.be/fU9o0qHifYk?list=LL39LV2yNWbIGWockQIKf5Yw&t=3