আমি যেন মৃতের সাথে কথা বলছি
আমার চারিধারে মৃত আর মৃত লাশের ছড়াছড়ি
সারা দেশটিতে আজ মৃতের ছড়াছড়ি
আমি যেন মৃতের পাহারা দিচ্ছি
মৃতের সাথে সারাক্ষন কথা বলছি।
মৃতের যেমন স্বপ্ন থাকে না
থাকে না কোন ভবিষ্যৎ পরিকল্পনা
থাকে না উৎসাহ উদ্দীপনা
মনোবল, জিঘাংসা, লড়বার কোন শক্তি।
মৃতের থাকে বুক ভরা হতাশা
অতীতকে নিয়ে দুঃখ প্রকাশের হাহাকার
ভবিষ্যতে আর কিছু না হবার
আত্মচিৎকার।
আমি যেন মৃতের সাথে কথা বলছি।
আমার চারিপাশে যেসব তরুণ যুব-যুবা কথা বলছে
আমি তাদের কণ্ঠে মৃতের ভাষা খুঁজে পাই।
তারাও মৃতের মত স্বপ্ন দেখে না
কিছু করার উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলেছে
অতীতে কিছু না পাবার জন্য হতাশায় ভূগছে
ভবিষতে কিছু না হবার হাহাকারে বুক চাপড়াচ্ছে।
যেন তারা আজ জড় পদার্থের ন্যায়
নিথর নিঃসাড় হয়ে গেছে।
আমার চারিপাশে যারা কথা বলছে
এরা যেন তরুণ যুব-যুবা নয়
এরা এক একটি মৃত লাশ।
তাই,
আমি যেন সরাক্ষন মৃতের সাথে কথা বলছি।।
# স্বাধীনতা তুমি

Fri Feb 3 , 2017
প্রিয়তমা, হালটা ঠিক ছাড়ি না কেন জানো? কোথায় গিয়ে দাঁড়াব জানি না বলে। লাঙ্গল হাতে জোঁয়াল কাঁধে তবু মাঠে আছি, শীর্ণ হাতে এখনও কিছু তো ফসল ফলাই! প্রিয়তমা, তুমি পাশে থাকলে ঠিকই বলতাম, আর যে পারি না! ভালোবাসতে চাই না, ভালোবাসা পেতেও চাই না। একটু আশ্রয়, কিছুটা প্রশ্রয় নিভৃতে, তোমার […]